নরসিংদী প্রতিনিধি :
সারাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে নরসিংদীতে কর্মহীন ও দু:স্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ।
শুক্রবার বিকেলে নরসিংদী শহরের দত্তপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুইয়ার সৌজন্যে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়ার পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসেদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল ভুইয়া টিপু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দীপু মাহমুদ, সাধারণ সম্পাদক রঞ্জন সাহা, ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুদ্দিন জিয়া।
উল্লেখ্য,নরসিংদী জেলা পরিষদ এর পক্ষ থেকে জেলার ৭ হাজার কর্মহীন ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে আজ সাড়ে চারশো পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, আলু, পেয়াজ, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply