নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে জেলা প্রশাসক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শিশু একাডেমী মিলনায়তনে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এই বৃত্তি প্রদান করা হয়। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সেক্টর কমান্ডার ফোরাম ৭১ জেলা শাখার সভাপতি মোতালিব পাঠান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা।
এ বছর জেলার সদর ও শিবপুর উপজেলার এসএসসি, জেএসসি ও পিইসির ২০০ জন মেধাবী শিক্ষার্থীকে জেলা প্রশাসক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি হিসেবে প্রত্যেকে ৩ হাজার টাকা ও মেডেল প্রদান করা হয়।
Leave a Reply