নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মোকাররম হোসেন ভূইয়ার জন্মদিন পালন করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ৪৭ তম জন্মদিন পালন করা হয়।
জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোকাররম ভূইয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিএনপি’র যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নরসিংদী শহর বিএনপির ষভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎসজীবি দলের সভাপতি হাবীবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোশারফ সজল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিদার হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, যুবদল নেতা রাহাত ভূইয়া, লিয়াকত আলী টিটু, ছাত্রদল নেতা সজিব ভূইয়াসহ বিভিন্ন অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা।
মোকাররম হোসেন ভূইয়ার তার জন্মদিনের কেক কেটে প্রধান অতিথি খায়রুল কবির খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দকে খাইয়ে দেন। খায়রুল কবির খোকনও তাকে কেক খাইয়ে শুভেচ্ছা জানান।
Leave a Reply