নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে ট্রাক চাপায় আঃ মালেক মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়। নিহত আ: মালেক রায়পুরা উপজেলার নবীয়াবাদ গ্রামের মৃত ধানু মিয়া ছেলে।
আ: মালেকের নিকট আত্মীয় কাজী জহিরুল খোকন তার মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেছেন।
খোকন জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে আ: মালেক নরসিংদী জেলখানা মোড়ে রাস্তা পারাপারের সময় একটি চলন্ত বাসের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আরেক চলন্ত ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসাক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাবার পরামর্শ দেন।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/৯ জুলাই ২০২০ইং
Leave a Reply