নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েদা শাখা (ডিবি)। সোমবার (০১ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মাধবদীর চানগাও এলাকার আ: করিম পাগলার স্ত্রী সূর্য্যবান (৪৫),ও নরসিংদীর সদরের চিনিশপুর এলাকারকাইয়ূম ভূইয়ার ছেলে ইলিয়াস (২২)।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাত পৌণে ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর উপ- পরিদর্শক তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে চানগাঁও এলাকা থেকে সূর্য্যবানকে গ্রেফতার করে। এসময় তার দখল থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে নরসিংদী ভৈরব বাসষ্ট্যান্ড (ঢাকা-সিলেট মহাসড়ক) এলাকা থেকে মাদক ব্যবসায়ী ইলিয়াসকে গ্রেফতার করে।
এসময় তার দখল থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply