নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাঁতীলীগের উদ্যোগে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের স্বাধীনতা চত্বরে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার ঐতিহাসিক শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সন্ধ্যা ৭ টায় জেলা তাঁতীলীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু ও শহর তাঁতীলীগের আহবায়ক হিরো সরকারের নেতৃত্বে শহরের স্বাধীনতা চত্বর এলাকায় জেলা. শহর ও সদর উপজেলা তাঁতীলীগের নেতাকর্মীরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে প্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেন।
প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে নেতাকর্মীরা মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসায় তাদের স্মরণ করেন।
এর আগে এদিনটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা তাঁতীলীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু ও শহর তাঁতীলীগের আহবায়ক হিরো সরকার, যুগ্ন আহবায়ক বিজয় সাহা, বন্যা ভূঁইয়া, নরসিংদী সদর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক শেখ মহিউদ্দিন আহমেদ ও নরসিংদী জেলা যুবলীগ সাবেক যুগ্ন সম্পাদক সুবাস সাহা প্রমূখ নেতৃবৃন্দ।
নরসিংদী জেলা তাঁতীলীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু তার বক্তব্যে বলেন, ৭১’র এই দিনে পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে জাতিকে ও স্বাধীন বাংলাদেশকে মেধা শূণ্য করতে আমাদের বুদ্ধিজীবীদের বাড়ী থেকে তুলে নিয়ে হত্যা করে। ফলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ কয়েক বছরের জন্য আজ স্বাধীনতার ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন করছি।
নরসিংদী শহর তাঁতীলীগের আহ্বায়ক হিরো সরকার বলেন হাজার 971 এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল আজ এই ক্ষণে দাঁড়িয়ে আমরা সেই সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন আত্মার মাগফেরাত কামনা করছি।
Leave a Reply