নিজস্ব প্রতিবেদক
পাঠকদের চাহিদাপূরণে অকুন্ঠ সাহসিকাতার সাথে এগিয়ে চলেছে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক ‘সময়ের আলো’। ‘সত্য প্রকাশে আপোষহীন’ শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাওয়া পত্রিকাটি ইতোমধ্যে ৩য় বর্ষে পর্দাপণ করেছে। নরসিংদীতে দৈনিক সময়ের আলো পত্রিকার ৩য় বর্ষে পর্দাপণ এবং ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দৈনিক সময়ের আলো’র নরসিংদী প্রতিনিধি আবুল বাশার বাছিরের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় পত্রিকাটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে বিভিন্ন ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি, একুশে টিভি’র জেলা প্রতিনিধি মাখন দাস, সাধারণ সম্পাদক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো: মাজহারুল পারভেজ মন্টি, নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বাবু নিবারন রায়, সাবেক সাধারণ সম্পাদক, সমকালের জেলা প্রতিনিধি মো: নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ, দীপ্তটিভি’র জেলা প্রতিনিধি মো: সেলিম মিয়া, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান, জোনাকী টেলিভিশনের বার্তা প্রধান মো: শাহাদাৎ হোসেন রাজু, সাপ্তাহিক নরসিংদীর খবরের বার্তা সম্পাদক তোফাজ্জল হোসেন, দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি রুমা আক্তারসহ দৈনিক সময়ের আলো পত্রিকার বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পত্রিকাটির সফলতা কামনা করে আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সময়ের আলো পত্রিকাটি পাঠকদের চাহিদা পূরণে সমর্থ হয়েছে। আর সে জন্যই মাত্র দুই বছরের মাথা দেশের অন্যান্য পাঠক জনপ্রিয় পত্রিকাগুলোকে পিছনে ফেলে দেশের সেরা ১০ পত্রিকায় তাদের স্থান করে নিয়েছে। পত্রিকাটি তার লেখনি দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় বক্তারা পত্রিকাটির জেলা প্রতিনিধি আবুল বাশার বাছিরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply