মো. মোস্তফা খান, নরসিংদী:
নরসিংদীতে ধর্ষন মামলার মূল রহস্য উদঘাটন্ পূর্বক দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
১৫/১০/২০২০ খ্রিঃ সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন চৌয়ালা সাকিনস্থ বালুর মাঠ সংলগ্ন জনৈক গোলাপ মেম্বরের মিলের দক্ষিণ-পূর্ব কোনে মোঃ জহিরুল ইসলাম গং এর ফাঁকা জায়গায় ভিকটিম সুমাইয়া আক্তার (১৪) কে এজাহারনামীয় আসামী (১) মনির (৩০), পিতামৃত- ওয়ারেশ আলী,সাং- চৌয়ালা, থানা ও জেলা-নরসিংদীসহ অজ্ঞাতনামা ৩ জন লোক জোড় পূর্বক ধর্ষন করে।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। পুলিশ পরিদর্শক (নিঃ) তোফাজ্জল হোসেন, এসআই এসআই শাহীন আহমেদ চৌধুরী তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্তপূর্বক ১৬/১০/২০২০ খ্রিঃ তারিখ নরসিংদী মডেল থানা এলাকা হতে মামলার ঘটনায় জড়িত এজাহার নামীয় আসামী মনিরসহ মোঃ হাসানকে গ্রেফতার করেন। অপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত আছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করানোর জন্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো: নরসিংদীর চৌয়ালা এলাকার ওয়ারিশ আলীর ছেলে মোঃ মনির (৩২) ও একই এলাকার মতি মিয়ার ছেলে মোঃ হাসান (২১)।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার পিপিএম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
Leave a Reply