1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

নরসিংদীতে ধানের শীষের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে স্বেচ্ছাসেবক দল নেতা কেনেডি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৯৭ বার পঠিত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়ার সামস্ কেনেডি।

বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর-রশিদের ধানের শীষের পক্ষে জনমত তৈরী করতে পৌরসভার বিভিন্ন এলাকায় প্রতিদিনই লিফলেট বিতরণসহ প্রচার-প্রচারণা করে যাচ্ছে তিনি। তার এই প্রচারণায় নতুনভাবে উজ্জীবিত হচ্ছে তরুণ প্রজন্মের বিএনপি সমর্থকরা। বিএনপি’র কর্মী-সমর্থক এভাবে মাঠে থাকলে আওয়ামী লীগের প্রার্থীর ভোট কমতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

মঙ্গলবার নরসিংদী পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে শাহারিয়ার সামস্ কেনেডি ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা চালান। প্রতিদিনই তরুন নেতা-কর্মীদের নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা করতে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন বলে জানা গেছে। শাহারিয়ার সামস্ কেনেডি’র বাবা নরসিংদী-১ আসনের বিএনপি’র চারবারের এমপি প্রয়াত শামসুউদ্দিনের ছোট ছেলে। সেই হিসেবে শাহরিয়ারের একটা জনপ্রিয়তা রয়েছে। ভোটাররা জানান, এতে নৌকায় শেষ পর্যন্ত কিছুটা ধাক্কা লাগতে পারে।

আসন্ন ১৪ ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ নরসিংদী পৌরসভায়। পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। ভোট চেয়ে চলছে লিফলেট বিতরণ ও মাইকিং। এবারের নির্বাচনে প্রয়াত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই ও বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুল মনোনয়ন না পেলেও মেয়র পদে লড়বেন তারই অনুগত শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু। অন্যদিকে, দল থেকে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হিসেবে লড়ছেন সাবেক ছাত্রলীগ নেতা এসএম কাইয়ুম। নির্বাচন সুষ্ঠু হলে পৌরসভার মানুষ তাকেই বেছে নেবেন বলে মনে করেন তিনি। এদিকে, প্রচারনায় পিছিয়ে নেই বিএনপি প্রার্থী হারুন-অর-রশিদও। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

প্রার্থীদের এই ত্রিমুখী লড়াইয়ে এবার সুযোগ নিতে মরিয়া বিএনপি। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির পক্ষে মাঠ জমিয়ে রেখেছেন তরুণ এই নেতা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়ার সামস্ কেনেডি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host