নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। বুধবার (২০ মে) জেলা থেকে ১০১টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ৩১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৯১ জনে। রবিবার (২৪ মে) রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ৩১ জনের মধ্যে নরসিংদী সদর থানা এলাকায় ২৭ জন, বেলাব থানা এলাকার ০৩ জন ও রায়পুরা থানা এলাকার ০১ জন।
উল্লেখ্য, এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে মোট ৩৯১ জন করোনা পজিটিভ এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ২৭৩ জন, রায়পুরাতে ৩৪ জন, শিবপুরে ২৭ জন, বেলাবোতে ৩০ জন,পলাশে ১৯ জন, মনোহরদীতে ০৮ জন ।
এখন পর্যন্ত আইসোলেশনমুক্ত হয়েছেন ১৭০ জন। মারা গেছেন মোট ০৫ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৪ জন ও পলাশে ০১ জন। বাকীরা হোম ও হাসপাতাল আইসোলেশনে আছেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল নরসিংদী জেলার পলাশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত এই রোগে মৃত্যুবরণ করেছে ৪ জন। এর মধ্যে নরসিংদী সদর উপজেলার ৩ জন ও পলাশ উপজেলার একজন। এছাড়া গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসন। গত ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করে জেলা সিভিল সার্জন অফিস।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/২৪-০৫-২০ইং
Leave a Reply