নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে রাত ৯টা পর্যন্ত ব্যবসা পরিচালনা করায় অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদী এর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা অনুযায়ী পৌর শহরের স্টেশন রোড এলাকার মার্কেট গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর মো. শাহরুখ খান।
এ সময় ব্রান্ড শপ ও জুতার দোকানগুলো সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে রাত পর্যন্ত ব্যবসা পরিচালনা করায় ৪ টি পৃথক মামলায় সর্বমোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Leave a Reply