নরসিংদী প্রতিনিধি :
আমির হোসেন (৪৫)নামে নরসিংদীর এক করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। গত শনিবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়। মৃত ব্যক্তির বাড়ী নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পুরানচর গ্রামে। সে ওই গ্রামের মৃত হানিফ প্রধানের পুত্র ।
পারিবারিক সূত্রে জানা যায়, আমির হোসেন গত শুক্রবার (১৭ এপ্রিল) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়ি হতে সরাসরি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি হয়। পরদিন শনিবার (১৮ এপ্রিল) সে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। হাসপাতাল কর্তৃপক্ষ তার শরীর থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। রবিবার (১৯ এপ্রিল) প্রাপ্ত রিপোর্টে জানা যায় মৃত আমির হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত ছিল । আজ মৃত আমির হোসেনের মরদেহ তার বাড়ীতে নিয়ে আসা হয়। এ
Leave a Reply