নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর প্রয়াত জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে ৯ম শাহাদাত বার্ষিকী ১৪দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর প্রথমদিন পালন করেছে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন । মেয়র লোকমানের ৯ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন ১৪দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে ।
রবিবার ১ নভেম্বর সকালে মেয়র লোকমান হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, লোকমান পত্নী তামান্না নুসরাত বুবলী, নরসিংদীর পৌর মেয়র মো: কামরুজ্জামান, প্রয়াত মেয়র লোকমান হোসেনের ছোট দুই শিশু সন্তান সালফি এবং নাজা, আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। পরে নরসিংদী পৌর বাস টার্মিনালে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।
এছাড়া পৌর শহরের ৭১ টি স্পটে শহর আওয়ামী ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও গণভোজ, শহরের বিভিন্ন স্থানে লোকমান হোসেন এর কর্মময় জীবন ও উন্নয়নমূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১ নভেম্বর সন্ত্রাসীরা শহরের জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে পৌর মেয়র লোকমান হোসেনকে।
Leave a Reply