নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে প্রয়াত সাংবাদিক নরসিংদীর খবরের প্রতিষ্ঠাতা সম্পাদক ও মুক্তিযুদ্ধে গেরিলা কমান্ডার হাবিবুল্লাহ বাহার এর ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২১অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব উপলক্ষে মিলনায়তনে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টির সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন নুরুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু কাওছার সুমন, সাংবাদিক নিবারণ রায়, বাদল কুমার সাহা, হলধর দাস, মন্জিল এ মিল্লাত, হামিদুল হক, তোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন, আসাদুজ্জামান রিপন, তোফায়েল আহমেদ স্বপন, প্রণব কুমার দেবনাথ, আকরাম হোসেন, মোমেন খান এবং ইলিয়াস হায়দার প্রমুখ।
Leave a Reply