নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে ১০ বোতল ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার সকালে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার থেকে তাদেরকে আটক করে।
আটকৃতরা হলেন নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়াস্থ আবুল কালাম ভূইয়ার ছেলে মোঃ জনি ভূইয়া (২৮) ও কিশোরগঞ্জের কটিয়াদি থানাধীন করগাঁও গ্রামের জুলমত আলীর ছেলে আঃ ছালাম (৪৫)।
নরসিংদী পুলিশের মিডিয়া সমন্বয়কারী, পুলিশ পরিদর্শক রুপম বর্মন জানান, সকালে ডিবি পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ ও এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার জনৈক তপনের সেলুন দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী জনি ও আঃ ছালামকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিলিউদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক মামলার এজাহার দায়ের করা হয়েছে।
Leave a Reply