নরসিংদী প্রতিনিধি :
ব্যাচ ভিত্তিক ফেসবুক গ্রুপ এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ এর দশ বছর পূর্তি উপলক্ষ্যে নরসিংদীর বন্ধুরা এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে।
শুক্রবার (৩ জুন) নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে কেক কেটে এ জমকালো অনুষ্ঠান পালন করেন। পরে সকল বন্ধুদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।
উলেখ্য, বাংলাদেশ এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের বন্ধুরা ফেসবুক গ্রুপের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন জেলা, উপজেলায় সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছেন। করোনা সময়কালীন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই গ্রুপ। তারা নগদ অর্থসহ বিতরণ করছেন খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র।
ব্যাচের সকল বন্ধুরা মিলে আগামী দিনগুলোতেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে জানিয়েছেন তারা।
এসময় তারা আরো জানান, আমরা ২০০২ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম। এই বছর আমাদের ২০ বছর পূর্তি হয়েছে তাই উপলক্ষে আগামী এক-দুই মাসের মধ্যে আমরা সকল বন্ধুরা বন্ধু মিলন মেলা অনুষ্ঠান করবো বলে আশা করছি।
Leave a Reply