রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ হইতে নরসিংদীর রায়পুরা উপজেলা পাড়াতলী ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (সোয়েটার) বিতরন করা হয়েছে।
শনিবার বিকালে এসব শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহাসচিব মোঃ মোজাম্মেল হক।
এর আগে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে পাড়াতলী মধ্যনগর এলাকায় নেতৃবৃন্দ প্রবেশ করলে মধ্যনগর বিজয় বাংলা ক্লাবের পক্ষ হইতে নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে বরণ করা হয়।
কেন্দ্রীয় সংসদের কার্যকরী সভাপতি এস এম তারেক খানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম কাজল, সহ-সভাপতি আনোয়ার কামাল ফিরোজ, সিনিয়র যুগ্ন-মহাসচিব খোরশেদ আলম, যুগ্ন-মহাসচিব ফজলুল কাদের ইকবাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আবদুল্লাহ আল মামুন প্রধান, বিল্লাল হোসেন, নওরিন আফ্রিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মোস্তাফা খান, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুর উদ্দিন আহমেদ, সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।।
Leave a Reply