নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে বাবার ইজিবাইক নিয়ে বের হওয়ার একদিন পর শাওন মিয়া (১৫) নামে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী পৌর এলাকার কামারগাঁও কবরস্থানের পিছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাওন মিয়া নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া মহল্লার সজল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া হাইওর মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকায়। শাওন শহরের মীর এমদাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র
পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, শাওন মিয়া তার বাবা অসুস্থ থাকায় পড়াশোনার পাশাপাশি বাবার ইজিবাইক চালাতো। বুধবার সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হওয়ার পর সন্ধ্যায় শহরের শাপলা চত্বর এলাকায় ইজিবাইক চালাতে দেখেন তার চাচাতো ভাই।কিন্তু রাতে সে বাসায় ফিরেনা আসায় বিভিন্ন স্থানে খোজাখুঁজির পরও তার খোঁজ মিলেনি। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে কামারগাঁও কবরস্থানের পিছনে গলা কাটা লাশ পড়ে থাকার কথা ছড়িয়ে পড়লে শাওনের স্বজনেরা সেথানে গিয়ে লাশ শনাক্ত করেন ।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শাওনকে গলাকেটে হত্যা শেষে ইজিবাইক ছিনতাই করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা।
নরসিংদী সদর মডেল থানার উপ পরিদর্শক আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুলছাত্র শাওনকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply