নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। গতকাল শনিবার ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবারের দুই বছর পূর্ণ হয়।
এ উপলক্ষে বেলা ১১ টায় চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয় হতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের দিকে অগ্রসর হলে জেলখানা মোড়ে পুলিশ বাধা প্রধান করে। বাধ্য হয়ে নেতাকর্মীরা মিছিলযোগে জেলা বিএনপির কার্যালয়ে ফিরে যায়।
সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সহ-সভাপতি এড. আব্দুল বাছেত, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, জেলা যুব দলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির আহমেদ প্রমুখ।
Leave a Reply