নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে মহান বিজয় দিবস উপলক্ষে অসহায়, গরিব ও দুস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর মহা বিজয় দিবসে বাদুয়ারচর ফ্রেন্ডস্ ক্লাবের উদ্যোগে বাদুয়ারচর কাজি সুপার মার্কেটে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলার হাজিপুর ইউপি চেয়ারম্যন ইউসুফ খান পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পার্শ্ববর্তী আমিরগঞ্জ গ্রামের মালয়োশিয়া প্রবাসী মো: আনোয়ার হোসেন মিয়া।
বাদুয়ারচর ফ্রেন্ডস্ ক্লাবের সভাপতি সাদেকুর রহমানের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হাসনাবাদ বাজারের ব্যবসায়ী এম আর মামুন, হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খান, দীপ্তি গ্লোবল এনড কন্সটাকশনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আবদুল লতিফ, হাজীপুর ইউপি সদস্য আলতাফ হোসেন, কামাল হোসেন, মেহেদী হাসান ফারুখ, সমাজ সেবক সমীর ভূইয়া, গোলজার হোসেনসহ বাদুয়ারচর ফ্রেন্ডস্ ক্লাবের অন্যান্য সদস্যগণ।
Leave a Reply