বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিসনার এ্যাসোসিয়েশন (বিপিএমপি)র বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর রাতে শহরের উপজেলা মোড় বেলিন্ডা রেস্টুরেন্টে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিপিএমপি’র নরসিংদী জেলার সভাপতি ড: মোজাম্মেলল হক কমলের সভাপতিত্বে মূল প্রতিবেদন উপস্থিাপন করেন ডা: মিনহাজ উদ্দিন আহমেদ চয়ন। এছাড়া আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: সৈয়দ আমীরুল হক শামীম, বিপিএমপি’র সাবেক সভাপতি ডা: গোলাম দাস্তগীর, ডা: এহতাশামুল হক, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিজানুর রহমান, বিপিএমপি’র জেলার সাধারন সম্পাদক ডা: সাজেদুল হক অপুসহ আরো অনেকে। আলোচনা শেষে কেক কাটা হয়।
Leave a Reply