নরসিংদী প্রতিনিধি
সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সহায়তায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ আমিরুল হক শামীম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশিক সুজন মামুন ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী ।
এসময় বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কাউসার সুমন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, জেলা তথ্য কর্মকর্তা নাসিমা বেগম, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক সেলিনা আক্তার প্রমুখ।
বিশ্ব এইডস দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন কন্সালটেন্ট ড: মোস্তফা কামাল উদ্দিন খান। সভায় সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয়রা বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে অংশ নেয়।
Leave a Reply