আবুল কাশেম,নরসিংদী
নরসিংদীর চরাঞ্চলে সানজিদা(৩০) নামে এক গৃহবধূ বিষ পানে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের কাজির কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।সানজিদা ওই গ্রামের সৌদি প্রবাসী তোফাজ্জল মিয়ার স্ত্রী। তার ছয় বছরের একটি সন্তান রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঘরের দরজায় খিল মেরে বিষ পান করে গৃহবধূ সানজিদা। এ সময়র তার ছয় বছরের শিশু সন্তান দরজা ধাক্কাতে থাকে।তার দরজা ধাক্কাধাক্কি ও মা মা বলে চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।এসময় ভিতর থেকে মায়ের কোন সাড়া না পেয়ে পাড়া-প্রতিবেশীরা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে আশঙ্কাজনক অবস্থা সানজিদাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য নৌকা যোগে নরসিংদী সদর হাসপাতাল নেয়ার পথেই তার মৃত্যূ হয়। তবে কি কারনে এ আত্নহত্যা তা কেউ সঠিক করে বলতে পারছে না।
জানা যায়, প্রায় নয় বছর পূর্বে কাজির কান্দি গ্রামের আসাদ মিয়ার মেয়ে সানজিদার সাথে একই গ্রামের কালন মিয়ার ছেলে মিষ্টির দোকানের কর্মচারী তোফাজ্জলের সাথে বিয়ে হয়। বিয়ের তিন বছরের মাথায় সানজিদার কোলজুড়ে আসে একটি ফুটফুটে ছেলে সন্তান।প্রায় তিন বছর পূর্বে তোফাজ্জল জীবিকার তাগিদে সৌদি আরব চলে যায়।
এ ব্যাপারে স্হানীয় ইউ,পি সদস্য ইমান হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জোনাকী টেলিভিশনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি জানান ইতোমধ্যে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।লাশ ময়না তদন্তের জন্য নৌকা যোগে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জোনাকী টেলিভিশন/একে/এসএইচআর/১৫-০৬-২০ইং
Leave a Reply