নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের গর্বিত মাতা-পিতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিষদ নরসিংদীর যৌথ আয়োজনে বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংগবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আনোয়ারুল নাসের, নরসিংদী পৌর মেয়র মো: কামরুজ্জামান কামরুল, সেক্টর কমান্ডার ফোরাম’স মুক্তিযোদ্ধা-৭১ এর সভাপতি আব্দুল মোতালিব পাঠান।
অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধা এবং ১৫ আগস্ট ১৯৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের গর্বিত মাতা-পিতাকে সংবর্ধনাকালে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা তাদের হাতে সম্মাননা উপহার তুলে দেন। এসময় জেলার মোট ৮৯ জন মুক্তিযোদ্ধার গর্বিত মাতা ও ২ জন পিতাকে সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply