নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনার আজ মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত উক্ত প্রেস ব্রিফিং ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় জনগণের প্রত্যাশা অনুযায়ী বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত তথ্যাদি গ্রাম, পাড়া, মহল্লা তথা প্রত্যন্ত অঞ্চলে জনপ্রতিনিধিসহ সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে প্রচারের আহবান জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ উৎপাদনমুখী কাজে বিনিয়োগ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply