1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

নরসিংদীতে মুক্তধারা নাট্য সম্প্রদায়কে সম্মাননা প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৪২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অধিনে পরিচালিত নরসিংদীর স্থানীয় নাট্যদল মুক্তধারা নাট্যসম্প্রদায়কে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা শাহেলা খাতুন, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান, সিভিল সার্জন নুরুল ইসলাম, শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নাট্য প্রশিক্ষক জহির মৃধা প্রমুখ।

নাট্যদলটিকে ২০১৮ সালে  বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হয়। নাট্যদলটির পক্ষে মঞ্চে গিয়ে সস্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট, উত্তরীয় গ্রহন করেন দলটির সভাপতি জহিরুল ইসলাম মৃধা, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক হাসান মাহমুদ সনেট ।

অনুষ্ঠানে পর্যায়ক্রমে আরও ৮ ব্যাক্তি ও ১ টি সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা দেয়া জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, এবছর ২০১৮-১৯ সালের সম্মাননা প্রদান করা হয়েছে। বাজেট জটিলতা ও বিভিন্ন অভ্যন্তরীন কারনে একটু বিলম্ব হয়েছে, তথাপি আজকের অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করতে পেরে আমরাও কৃতজ্ঞ। মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারন সস্পাদক হাসান মাহমুদ সনেট বলেন , এই সম্মাননা আমাদেরকে আরও গতিশীল করবে। এই অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ।

নাট্যদলটির সহ-সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমরা গত ২৭ বছর ধরে এই জেলা ও জেলার বাইরে আঞ্চলিক পর্যায়ে কাজ করে আসছি। জেলা শিল্পকলা একাডেমির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।

মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সভাপতি জহিরুল ইসলাম মৃধা বলেন, আমাদের জন্ম ১৯৯৪ সালে । গত ২৭ বছর ধরে বিভিন্ন প্রযোজনা উপহার দিয়ে যাচ্ছি জেলাবাসীকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host