নরসিংদী প্রতিনিধি:
করোনা ভাইরাস আতঙ্কের সুযোগে বাজারে যাতে কেউ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করতে পারে তার জন্য নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নিয়মিত জেলার বিভিন্ন হাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত নরসিংদীর বিভিন্ন হাট বাজারে ৪৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩ লক্ষাধিক টাকা জড়িমানা আদায় করা হয়েছে। এছাড়া একটি কোচিং সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ১০ দিনের কারাদ- দেয়া হয়েছে।
অপরদিকে বিদেশ থেকে দেশে আসার পর হোম কোরায়েন্টাইনে না যাওয়া ইতালী ফেরত একজনকে ২০ হাজার টাকা অর্থদ- ও অপর একজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আজ (রোববার) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। করোনা আতঙ্কে বাজারে যাতে দ্রব্যমূল্যের দাম যাতে বৃদ্ধি করতে না পারে তার জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নিয়মিত ভাবে কাজ করে যাবে।
Leave a Reply