নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে নারী নির্যাতনসহ এলাকার বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের বিরোধিতাসহ এর প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানো ও প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সাব্বির ভূইয়া নামে একজন ম্যারাথন রেসার। সদর উপজেলার মাধবদী থানাধীন নূরালাপুরে একটি অসামাজিক কর্মকান্ড দেখে ফেলায় তাকে এই প্রাণ নাশের হুকমি দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান সাব্বির ভূইয়া।
শনিবার সকালে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলন তিনি জানান, গত ৯ মে রাতে নূরালাপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে একটি অসামাজিক কর্মকান্ড দেখে ফেললে ওই কর্মকান্ডের সাথে জড়িত রিপন, রেজাউল ও তাদের প্রশ্রয়দাতা দৌলত ভূইয়া এই ৩জন তাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। মিথ্যা মামলায় ফাঁসানোসহ তাকে প্রাণ নাশেরও হুমকী দেয়া হচ্ছে। এই অবস্থায় সে ও তার পরিবার নিরাপত্তাগীনতায় ভূগছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তা চান। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ বা সাধারণ ডায়েরি করা হয়নি বলে তিনি জানান।
Leave a Reply