নরসিংদী প্রতিনিধি :
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
আজ সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জয় বাংলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
পরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠন ও সামাজিক সংগঠন।
Leave a Reply