নরসিংদী প্রতিনিধি
দেশের বৃহত্তম তাঁত শিল্পের নানানমুখী সমস্যার সমাধান কল্পে নরসিংদীতে যাত্রা শুরু করলো অনলাইন প্লাটফর্ম কাপড়পট্টি। রবিবার(১২ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় নরসিংদীর পাচদোনায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জোবায়ের টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত পোশাক ও তাঁত শিল্পের ডিজিটাল হাট “”কাপড়পট্টি” ই-বিজনেস সেন্টারে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন কাপড়পট্টি ডটকমের সিইও আল মামুন।
সেখানে লিখিত এক প্রেস রিলিজের তারা জানান,কয়েকশো বছর আগে থেকেই হাটে কাপড়ের বিক্রির প্রথা চলে আসছে | হাট সপ্তাহের নির্দিষ্ট এক থেকে দুই দিন হয়ে থাকে। হাটে ক্রেতা-বিক্রেতার মিলনমেলায় মুখরিত হয়ে উঠে হাটের প্রাঙ্গন। নরসিংদীর বাবুরহাট , শেখেরচর ইত্যাদি হাট বাংলাদেশের প্রধান কাপড়ের হাট এবং এখানে কোটি কোটি টাকার কাপড় ক্রয় বিক্রয় হয়ে থাকে। ইদানিং করোনা পরিস্থিতি ও যোগাযোগ ব্যবস্থা দুর্বিষহ হওয়ার জন্য হাটের বেচাকেনার যথেষ্ট প্রভাব পড়ছে । বাংলাদেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়ছে।
“কাপড় পট্টির সহ:উদ্যোক্তা ও চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন সময়ের সাথে সকল ব্যবসা ও উৎপাদনের মধ্যে আধুনিকতার ও প্রযুক্তির ছোঁয়া লেগেছে কিন্তু তাঁত শিল্প সেক্ষেত্রে পিছিয়ে ছিল । আমরা উদ্যোগ নিয়েছি তাঁত ও কাপড় শিল্পকে এম-গভমেন্ট এর মাধ্যমে সেই পুরাতন ব্যবস্থাকে আধুনিকায়ন করা।” বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে নতুন একটি ধাপে নিয়ে যাওয়ার জন্য কাপড়পট্টি ডটকম কাজ করছে।কাপড় পট্টি ডটকম এমন একটি সেবা প্রতিষ্ঠান ,যার ফলে হাটের বড় ব্যবসায়ীরা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যেকোনো দিন, যেকোনো সময় তারা তাদের পণ্য খুব দ্রুত এবং নগদে ও সহজে ক্রয়-বিক্রয় করতে পারবে। হাটে নির্দিষ্ট দিনের জন্য তাদের করতে হবে না অপেক্ষা এবং টাকা নিয়ে হাটে ক্রয়-বিক্রয় করতে যে ঝামেলা পোহাতে হয়, তার থেকে দ্রুত ও সঠিক সমাধান কাপড় পট্টি ডটকম । তাঁত শিল্পের ব্যবসায়ীদেরকে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে ক্রয়বিক্রয় এর সুবিধা ও খুচরা বিক্রেতারা যেমন যৌক্তিক দামে সেরা পণ্য পাবে তেমনি উৎপাদক ও পাইকারি বড় ব্যবসায়ীরা পাবে কাঁচামালের পর্যাপ্ত যোগান ও সর্বোচ্চ সেবা।
কাপড়পট্টি ডটকম এ ব্যাংকিং এবং নিরাপত্তা অনলাইনের সিস্টেমের মাধ্যমে অর্থ লেনদেন হবে যার ফলে টাকা কিংবা অন্য কোন প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ক্রেতা-বিক্রেতা উভয় লাভবান হবে।ক্রেতারা ঘরে বসেই নগদ,বিকাশ, রকেট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও মূল্য পরিশোধ করতে পারে।এছাড়াও কাপড়পট্টির এক্সপেরিয়েন্স সেন্টারে বিক্রেতারা খুব সহজেই তাদের পণ্য এর মার্কেটিং করতে পারবে ও ক্রেতারা খুব সহজে কাপড়গুলো বা পণ্যগুলো গুণগত মান ও অন্যান্য বিষয় সম্পর্কেও জানতে পারবেন।সঠিক সময়ে ক্রেতা নিকট পণ্য এবং বিক্রেতার নিকট অর্থ প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকে কাপড়পট্টি লিমিটেড। যেকোনো সহযোগিতায় সপ্তাহের ৭ দিন/২৪ ঘন্টা হটলাইন নাম্বার এ রয়েছে কাপড়পট্টি ডটকম এর সাপোর্ট টিম । দেশের যেকোন প্রান্তে ২৪ ঘন্টা থেকে ৭২ঘন্টা ও বিদেশের ৩ থেকে ৫দিনে কাপড় বা পণ্যের পার্সেল ডেলিভারি করার নিশ্চয়তা দিয়ে থাকে কাপড়পট্টি ডট কম।।
কাপড় পট্টির মূল উদ্দেশ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সাথে বৃহত্তর ব্যবসায়ীদের সহজেই পণ্য ক্রয়-বিক্রয় ও যোগাযোগের সমন্বয় সাধন করা। কাপড় পট্টির লক্ষ্য পাইকারি কাপড়ের এই ব্যবসাকে সম্পূর্ণ নিরাপদ ও ডিজিটাল রূপে তৈরি করা ও আলোচিত কাপড়ের হাট যেমন ডেমরা বাজার জামদানি হাট, নোয়াপাড়া জামদানি হাট,কুমারখালী হাট,পোড়াদহ হাট, এনায়েতপুর হাট,শাহজাদপুর হাট,সোহাগপুর হাট,বাজিতপুর হাট, ইসলামপুর, করটিয়ার হাট,ফুলতলা হাট গুলোকে আমরা ডিজিটাল রূপে আনা।
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে একুশ শতকের ডিজিটাল বাংলাদেশকে নতুন এক পর্যায়ে নিয়ে যেতে কাপড়পট্টি ডটকমের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply