নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে সরকারি নির্দেশনা মেনে গণপরিবহনে যাত্রী সেবা তদারকি অব্যাহত রেখেছে নরসিংদী জেলা পুলিশ।
সোমবার (৮ জুন) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদর-সহ, মাধবদী, পলাশ, শিবপুর মডেল, মনোহরদী, রায়পুরা ও বেলাব থানাধীন করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন পরিচালনা করা হচ্ছে কিনা; সেলক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ সমন্বিত অভিযান পরিচালনা করছে। তাছাড়া যাত্রীদের স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্যও নির্দেশনা প্রদান করা হচ্ছে। মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।
Leave a Reply