নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিলসহ যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নরসিংদী জেলা যুবদলের সভাপতি এবং কেন্দ্রিয় যুবদল, বিএনপির ১১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক গায়েবী মামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা যুবদলে সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু’র নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। দুপুরের পর থেকে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে নরসিংদী জেলা বিএনপির চিনিশপুরস্থ কার্যালয়ে এসে বিক্ষোভ মিছিলে যোগ দেয়।।
পরে বিএনপির জেলা কার্যালয় হতে শাহেন শাহ শানু’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের তা ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলখানা মোড়ে সমাবেশে মিলিত হতে গেলে তা পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশি বাধায় সেখানে সমাবেশ করতে না পেরে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।
নরসিংদী জেলা যুবদলে সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবীব।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম ভূইয়ার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি মাহমুদ হাসান চৌধুরী সুমন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক দিদার হোসেন ভূইয়া, যুবদল নেতা শাহান উল্লাহ, হুমায়ূন কবির রাসেল, জাকারিয়া হোসাইন, ও লিয়াকত আলী টিটু প্রমূখ নেতৃবন্দ।
উল্লেখ্য বিক্ষোভ মিছিল প্রায় এক যুগ পর ঢাকা-সিলেট মহাসড়কে উঠে বিক্ষোভ প্রদর্শণ করায় প্রসংশিত হয়।
Leave a Reply