নরসিংদীর রায়পুরা নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় গলায় ফাঁস দিয়ে মোস্তফা (৪৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
নিহত মোস্তফা উপজেলার মির্জানগর ইউপির পাঠান পাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। আজ শনিবার সকালে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের পুলের গাঁট নির্মাণাধীন ভবনের পিলারের সাথে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা নতুন নির্মাণাধীন ভবনের পিলারের সাথে নিহত যুবকের গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। পরে স্থানীয়রা পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
নিহতের ছেলে খোকন মিয়া জানান, গত ২০০৮সালে নিজের স্ত্রীকে হত্যার দায়ে ১৩ বছর জেলহাজতে থাকার পর ৬ মাস পূর্বে জামিনে বাড়ি ফিরে আসে। ইদানীংকালে মামলার বিষয়ে তার আইনজিবীর সাথে কথা বলে জানতে পারে মামলার রায়ে কঠিন শাস্তি হবে। এ চিন্তায় তিনি মানসিক ভাবে ভেঙে পরেন। মামলা সংক্রান্ত বিষয়ে ইদানীং তার চলাফেরা মানসিক রোগে ভুগছিলো।
আমিরগন্জ তদন্ত কেন্দ্রর ইনচার্জ উপপরিদর্শক মো ফরিদ মিয়া জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
Leave a Reply