মনিরুজ্জামান নরসিংদীঃ
নরসিংদী রেলস্টেশনে অশালীন পোশাক পরা এক তরুণীর শ্লীলতাহানির ঘটনায় পুলিশবাদী মামলায় গ্রেপ্তারকৃত ষাটোর্ধ্ব বয়সের মা মার্জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, পথসভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১ টার সময় নরসিংদী জেলা প্রেসক্লাবের সামনে গ্রেফতারকৃত মার্জিয়া বেগমের মুক্তি ও অশ্লীলতা বন্ধের দাবিতে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে এ মানববন্ধন, প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণ এই মানববন্ধনে বক্তাগণ নরসিংদীর ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও শালীনতার কথা তুলে ধরে বহিরাগতদের অশালীন পোশাক ও আচার আচরণ দ্বারা এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে দাবি করেন। এসময় তরুণ তরুণীদের অশালীন পোশাক পরা বন্ধে প্রশাসনের সহযোগিতা চাওয়ার পাশাপাশি এলাকাবাসীদের সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা।
গ্রেপ্তারকৃত মার্জিয়ার আইনজীবী এডভোকেট শিরিন আক্তার শেলী মামলাটি ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, এই ঘটনার সাথে মার্জিয়ার কোন সম্পৃক্ততা ছিল না। মার্জিয়ার বয়স ষাটোর্ধ্ব, তিনি স্বামীহীনা এবং তিন কনে সন্তানের সহায় সম্বলহীন জননী। তার ছোট মেয়েটি ব্রেন টিউমারের রোগী। তিনি অতিকষ্টে ঘটকালি, সেলাই সহ বাসাবাড়ির কাজ করে ও চেয়েচিন্তে অতিকষ্টে দিনাতিপাত করেন। তার মতো একজন ধর্মপ্রাণ নারীকে একটি সাজানো মামলায় তিনদিনের রিমান্ড দেয়া ঠিক হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, মার্জিয়ার নিঃশর্ত মুক্তি সহ মামলার প্রকৃত ঘটনা উন্মোচনে উক্ত অর্ধবসনা তরুণী ও তার সঙ্গীয় দুই যুবকের পরিচয় ও এই ভোররাতে নরসিংদী স্টেশনে আগমনের হেতু প্রকাশ্যে আসা অতি জরুরি। এব্যাপারে তিনি নরসিংদী জেলা প্রশাসনের সহয়তা কামনা করেন। তিনি এই শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সাংবাদিক, মিডিয়াকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় গ্রেফতারকৃত মা’র জন্য ন্যায় বিচার না পেলে ভবিষ্যতে জেলাবাসীদের সাথে নিয়ে আরো বৃহত্তম কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন তিনি।
পরে একটি শান্তিপূর্ণ মিছিল প্রেসক্লাব থেকে বেরিয়ে নরসিংদী রেলস্টেশন, নরসিংদী সরকারি কলেজ, জেলাপ্রশাসন ভবন, কোর্টকাচারী হয়ে উপজেলার মোড়ে গিয়ে শেষ হয়।
এই মানব বন্ধন, পথসভা ও প্রতিবাদ মিছিলে
পুরুষের পাশাপাশি বিভিন্ন বয়সী বহুসংখ্যক নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এছাড়া একই দিনে নরসিংদী রেলওয়ে স্টেশনে ও গ্রেফতারকৃত মার্জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply