নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ও সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরন করেছে জেলা যুবদল। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের জেলাখানা মোড়, ভেলানগর বাজার ও রেলওয়ে স্টেশন এলাকায় এ কার্যক্রম চালায় জেলা বিএনপি’র এই সহযোগি সংগঠনটি।
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন উপস্থিত সাধারণ পথচারিদের মাঝে এই বিতরণ করেন।
এসময় খায়রুল কবির খোকন করোনা মহামারির সংক্রমণ থেকে নিজেকে এবং আশপাশের মানুষদের রক্ষা করতে স্বাস্থ্য বিধি মেনে চলাসহ সকলকে মাস্ক ব্যবহারে জন্য আহবান জানান।
নরসিংদী জেলা যুবদলের এ কার্যক্রমে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির বিএনপি’র সভপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ ফারুখ উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, জেলা যুবদলের সভাপতি মহসীন হুসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মো: মুকাররম ভূঁইয়া, সহ সভাপতি মাহমুদ হাসান চৌধুরী সুমন, তাজুল ইসলাম, নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি ইলিয়াছ ভূইয়া, সাবেক এজিএস ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদসহ প্রমূখ নেতৃবৃন্দ।
Leave a Reply