নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী দারুল কারার সিফাত (২৮) ও সোহেল ফকির (২৯) নিহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার গাবতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দারুল কারার সিফাত নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের আক্তারুজ্জামানের ছেলে এবং সোহেল ফকির একই এলাকার ইকবাল ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে হাইওয়ে থানা পুলিশ জানায়, রায়পুরার মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে সোহেলকে নিয়ে মোটরসাইকেলযোগে নরসিংদীর চিনিশপুরে ফিরেছিলেন সিফাত। এসময় শিবপুরের গাবতলী এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সোহেল সারোয়ার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের গাবতলী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি কাভার্ডভ্যান জব্দ করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply