স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীর রায়পুরায় কম্বাইন হার্ভেস্টার মেশিনের মাধ্যমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামে ৮৫ জন কৃষকের ৫০ একর জমির ধান কর্তনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন, নরসিংদী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ড. মাহবুবুর রশিদ, অতিরিক্ত উপ-পরিচালক পিপি দিপক কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা বণি আমিন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, মোঃ মতিউর রহমান প্রমূখ।
উল্ল্যেখ: গত ২১ জানয়ারী ২১ ইং তারিখে আনুষ্ঠানিকভাবে ধানের চারা রোপন করেছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। ১২৫ দিন পর সেই ধান কাটার উদ্বোধন করেন আজ।
Leave a Reply