নরসিংদী প্রতিনিধি:
সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণের লক্ষ্যে নরসিংদীর হাজীপুরে ১০শতাংশ সরকারি খাস জমি বেদখলমুক্ত করা হয়েছে।
বুধবার দুপুরে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচরে এই খাস জমি বেদখলমুক্ত করা হয়। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে এই খাস জমি বেদখলমুক্ত করেন নরসিংদী সদরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া। এসময় উদ্ধারকৃত জায়গায় লাল নিশানা টানিয়ে দেয়া হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ্ আলম মিয়া জানান, সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণের জন্য আমাদের বিশেষ অভিযান চলছে। এরই প্রেক্ষিতে আজকে ১০ শতাংশ সরকারি খাস জমি বেদখলমুক্ত করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষাধিক টাকা। সরকারি সম্পত্তি দখলমুক্তকরণের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে নরসিংদী সদর উপজেলার মাধবদী ও আমদিয়ায় অভিযান চালিয়ে মোট ৫শত ৭২ শতাংশ জমি বেদখলমুক্ত করেন তিনি।
Leave a Reply