মো. মোস্তফা খান, নরসিংদী:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে নরসিংদী প্রেসক্লাবের সহযোগিতায় করোনা কালীন পরিস্থিতিতে নরসিংদী জেলার সাংবাদিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে আলোচনা সভা শেষে নরসিংদীস্থ্য বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করেন প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম)বার, পিপিএম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহা সচিব শাবান মাহমুদ, নরসিংদী সংবাদপত্র পরিষদের সভাপতি হারুনুর রশিদ, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, ইনডেপিডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধাসহ নরসিংদী জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply