নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সিভিল সার্ভিস ২৪ তম ব্যাচ ফোরামের উদ্যোগে নরসিংদীতে সুবিধা বঞ্চিত মুচি, ঋষি, শীল ও মাঝি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার নরসিংদী মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়াম প্রাঙ্গণে ২৪ তম বিসিএস ফোরামের সভাপতি নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় প্রায় ২ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়।
খাদ্যসামগ্রী সহায়তাকালে উপস্থিত ছিলেন নরসিংদীর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান, সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকোশলী মোফাজ্জল হায়দার, নরসিংদী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহিম, নরসিংদী সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুব্রত সাহা, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, মোহাম্মদ শফিউর রহমান, বেলাল হোসোইন, শাহেদ আহমেদ সহ নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকতাবৃন্দ।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার উপস্থিত ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন। সেই সাথে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
জোনাকি টেলিভিশন/এলবি/এসএইচআর/২০-০৫-২০ইং
Leave a Reply