নরসিংদী প্রতিনিধি
দেশের বিভিন্নস্থানে হিন্দু পরিবারের উপর নির্যাতনসহ সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, মন্দির ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নরসিংদী জেলা হিন্দু ছাত্র ফোরাম। শুক্রবার (২৬ মার্চ) বেলা ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা হিন্দু ছাত্র ফোরামের সভাপতি জুয়েল ভৌমিকের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মানিক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দিপংকর দেবনাথ, অর্থ সম্পাদক অনিক বিশ্বাস ও মহিলা বিষয়ক সম্পাদক জয়ন্তী রানী ভৌমিক।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জের শাল্লয় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, মন্দির ভাংচুর ও লুটপাটের ঘটনার রেশ কাটতে না কাটতেই চুয়েটের তিন জন ছাত্রকে ধর্ম অবমাননার অজুহাতে গ্রেফতার করাসহ সারাদেশে নানা ধরনের হুমকি ও জমি দখল, ধর্মান্তরে হতে চাপ সৃষ্টি করায় গোটা হিন্দু সমাজ অতিষ্ঠ হয়েছে পড়েছে। আজ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের চরম আতঙ্কে দিন যাপন করছে। এই অত্যাচার নির্যাতন নিপিড়ন বন্ধের ব্যবস্থা গ্রহণে সরকার ও প্রশাসন এবং সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতি জোর দাবি জানানো হয়।
Leave a Reply