নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে এক হাজার পিস ইয়াবাসহ পাভেল মিয়া (২৫) নামে শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে নরসিংদীর সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাভেল সাহেপ্রতাপ এলাকার দেলোয়ার হোসেনের পুত্র।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রুপম কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোস্তাক আহম্মেদ ও এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানাধীন সাহেপ্রতাপ এলাকায় অভিযান পরিচালনা করিয়া শীর্ষ মাদক ব্যবসায়ী পাভেল মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩,০০,০০০ /=(তিন লক্ষ) টাকা।
গ্রেফতারকৃত পাভেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
আসামীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/২ জুলাই ২০২০ইং
Leave a Reply