তুহিন ভূইয়া :- নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বুধবার নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই তাপস কান্তি রায়ের সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় রায়পুরা থানাধীন পূর্ব হরিপুরের চাঁন মিয়ার বাড়ীর সামনে থেকে ঝড়িনা বেগম নামের তালিকাভুক্ত নারী মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পরির্দশক রুপম কুমার জানান, ঝড়িনা বেগমের কাছ থেকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ১ লক্ষ টাকা। তিনি আরও জানান, এর আগে এই চিহিৃত মাদক ব্যবসায়ীর নামে বিভিন্ন জেলায় ৬ টি মাদক মামলা আছে। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।
Leave a Reply