নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে কোভিট-১৯ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের ১২ শ’ শিশুর মাঝে শিশু খাদ্য এবং প্রায় ৮ শ’ প্রান্তিক কৃষকের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ কর্যক্রমের উদ্ধোধন করা হয়।
দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে জেলায় নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা ও সদর উপজেলা প্রশাসনের অয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ কর্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানান, চলমান করোনা পরিস্থিতিতে এবং প্রাকৃতিক দূর্যোগে নরসিংদী জেলার ক্ষতিগ্রস্থ পরিবারের মোট ১২ শ’ শিশুর মাঝে শিশু খাদ্য এবং
৭ শত ৮৬ জন প্রান্তিক কৃষকের মাঝে গো-খাদ্য বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুশফিকুর রহমান ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
Leave a Reply