নরসিংদীতে ১৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (২০ জুন) নরসিংদী জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই তাপস কান্তি রায় ও এসআই নূরে আলম হোসাইন এর পৃথক পৃথক অভিযানে বেলাব থানা ও নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এসআই তাপস কান্তি রায় সাড়ে ছয়টায় বেলাব থানাধীন রহিমেরকান্দি এলাকা হতে ১১০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জনি মিয়া (৩০), ও একই তারিখ এসআই নূরে আলম হোসাইন আনুমানিক দশটায় নরসিংদী মডেল থানাধীন ছগরিয়াপাড়া এলাকা হতে ৫৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ফখরুল ইসলাম পল্টন (৫৫) কে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপন কুমার সরকার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪৯,৫০০ টাকা। গ্রেফতারকৃত আসামী জনির বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মাদক মামলা এবং ফখরুল ইসলাম পল্টনের বিরুদ্ধে ইতোপূর্বে তিনটা মাদক মামলা আছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
Leave a Reply