নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ২শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ।
আজ শুক্রবার সকালে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ মাঠে এসব সবজি বিতরণ করা হয়। সবজি বিতরণ করেন, নরসিংদী জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিবুল হাসান মিন্টু।
এসময় সাথে ছিলেন, নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা মুশফিক জামি, এড. ফয়সাল সরকার, কাউছার, শাহাদাত, আবীর মাহমুদ, আল রিফাত ও তুলিব সরকার৷
সবজি বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঞা ও নরসিংদী পৌরসভার মেয়র মো. কামরুজ্জামান কামরুল।
এসময় জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন, দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে সবজি বিতরণ করছি।
পাশাপাশি নরসিংদী জেলার সকল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ দেশের যে কোন পরিস্থিতিতে মানুষের পাশে থাকবে এবং এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে।
Leave a Reply