নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ২’শ পিস ইয়াবাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর২০) নরসিংদীর গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান ও এসআই মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সাড়ে চারটায় নরসিংদী মডেল থানাধীন বীরপুর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী লিজা আক্তার (৩০)কে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। সে কক্সবাজার থানার মহাজের পাড়ার মকসুদ আলীর মেয়ে।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার পিপিএম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৬০,০০০/=(ষাট হাজার) টাকা। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
Leave a Reply