নরসিংদীতে ২শ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার
নরসিংদীতে চোলাই মদসহ ৩জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা।রবিবার (১৭ জানুয়ারি) সকালে নরসিংদী মডেল থানাধীন ভেলানগর জেলখানা মোড় থেকে ২০০ লিটার চোলাইমদসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ভৈরবের চন্ডিবের এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ জসিম মিয়া (৪০), কিশোরগঞ্জের নৌপুর থানার সিদ্দিক মিয়ার ছেলে মোঃ রিক্সন লিটন (২৮) ও নরসিংদীর হাজীপুর এলাকার মৃত ভোলা রবিদাসের ছেলে নানকা রবি দাস(৪৭)।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান মারুফ, এএসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী মডেল থানাধীন ভেলানগর জেলখানা মোড় থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২০০ (দুইশত) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬০,০০০/= টাকা।
গ্রেফতারকৃত আসামী নানকা রবি দাসের বিরুদ্ধে ইতোপূর্বে ০৫ টা মাদক মামলা রয়েছে।
Leave a Reply