নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীতে ২৫০পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।
বুধবার (২৭ মে) দুটি পৃথক অভিযানে এসআই তাপস কান্তি রায় অভিযান পরিচালনা করিয়া রায়পুরা থানাধীন রাধাগঞ্জ এলাকা হতে মাদক ব্যবসায়ী হারিছ মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছেন। এবং এসআই মোস্তাক আহম্মেদ নরসিংদী সদর এলাকায় অভিযান পরিচালনা করে ঘোষপাড়ার আনোয়ার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মোজাম্মেল @ মোজা (২৮), কোকিল ওরফে কোয়েল মিয়ার ছেলে ইয়াছিন (২৭), সাহেপ্রতাবের লুঃফর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম ওরফে মিঠু(২৮), ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের মিডিয়ার সমন্বয়ক ও পরিদর্শক রূপণ কুমার সরকার পিপিএম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৭৫,০০০ টাকা। আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক করে মাদক মামলা আছে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে এজাহার দায়ের করা হয়েছে।
Leave a Reply