নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে ২৫০ পিচ ইয়াবাসহ মোঃ ওমর ফারুক মোস্তফা (৩১)নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে নরসিংদী সদর হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ওমর ফারুক শিবপুর উপজেলার দক্ষিণ আগরপুর( জানখার টেক)গ্রামের আব্দুল মান্নানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সৈয়দুজ্জামানের দিক-নির্দেশনায় এসআই মোঃ নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় ফোর্সসহ পুরাতন বাসষ্ট্যান্ডস্থ সদর হাসপাতালের সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী ওমর ফারুককে আটক করে। তার শরির তল্লাসী করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এসময় পুলিশ মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মাদক আইনে একটি মামলা রজু করা হয়েছে।
Leave a Reply